হস্তাক্ষর, মানুষের এমনই এক অলংকার যা কখনই তার সঙ্গ ছাড়ে না। আর ছাড়ে না বলেই একজন কবির, নিজের বইয়ে সই করে দেওয়ার সময়ের দুলাইনের কবিতাগুলি নিয়ে বহু পরে ছেপে আসে এক আস্ত সংকলন। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। আবার অন্যপাশে যদি দেখি, এই হস্তাক্ষর থেকেই পৃথিবীর বিভিন্ন কোণে বিভিন্ন অপরাধী ধরা পড়েছে পুলিশের হাতে। আমরা জানি, যখন বইয়ের চল আসেনি, যখন ছাপাখানা আবিষ্কারও হয়নি, প্রত্যেকটি পুঁথি হাতে লিখতেন লিপিকররা। হস্তাক্ষর নিয়ে বলতে গেলে তাঁদের কথাই বা বাদ যায় কীভাবে! অথবা ধরুন বাহনের গায়ের লেখা! সে তো আর্টওয়ার্কের চেয়ে কম কিছু নয়! এমাসে তাই আমরা হস্তাক্ষর নিয়েই বেঁধে ফেললাম মলাটকাহিনির ঝুলি। আসুন, চোখ রাখি বাংলালাইভের পাতায়…
Notifications