কথা না বলতে বলতে
কথা না বলতে বলতে 
যেদিন সে কথা বলে ওঠে
সেদিন সে দুঃখের দানব
জিভ নাচে
সব বলে দিতে
সব বলে দিলে
সে আর দানব থাকবে না
সেই দানবের জন্য
কিছু কিছু বাঁচিয়ে রাখা ভাল
পেশায় সাংবাদিক। গদ্যকার ও কবি হিসেবে পরিচিত। প্রথম বই 'গদ্যলেন'। লেখালেখির পাশাপাশি একাধিক বইয়ের অলঙ্করণের কাজেও ব্যস্ত থাকেন।
 
								 
								 
								 
											 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								