আহা রে
টবের বাহারে
ফুল ফুটে আছে
জানালায়
আহা রে
ফুলের বাহারে
ঝিকিমিকি আলো
ঝলকায়
আহা রে
রঙের বাহারে
মৌমাছি এসে কেন
উড়ে যায়?
আহা রে
ছবির বাহারে
মধু নেই, নেই গন্ধ
তাই উড়ে যায়
রসিকলাল জন্ম-অলস। ফলে চিরকালের কাঠবেকার। তবে পরনিন্দা পরচর্চায় তাঁর বিশেষ আগ্রহ ও বুৎপত্তি লক্ষণীয়। আর বাচ্চাদের সঙ্গ ভারী পছন্দ করেন।