












(Holi Celebration) উৎসবের ব্যস্ততা কাটিয়ে বসন্ত অবশেষে তার নিজস্ব মাধুর্য নিয়ে হাজির হয়। কলকাতার প্রতিটি কোণে এই ঋতুর একেকটি ভিন্ন গল্প, আর বছরের এই সময়টায় শহর মেতে ওঠে বসন্ত উৎসবের আনন্দে। রঙ মানেই ভালোবাসা, উন্মাদনা, তারুণ্য—জীবনের উৎসবের প্রতীক। কলকাতায় দোল বা বসন্ত উৎসব বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে উদযাপিত হয়, যা মূল নির্ধারিত দিনের আগেই শুরু হয়ে যায়।
বসন্ত উৎসবের ধারণাটি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী শান্তিনিকেতনে শুরু করেছিলেন। এটি মূলত হোলিরই অংশ, তবে অনেক বেশি শৃঙ্খলাপূর্ণ ও নান্দনিক। উৎসবের দিনে শিক্ষার্থীরা হলুদ পোশাক পরে গান, কবিতা, সঙ্গীত ও আবিরের মাধ্যমে বসন্তকে স্বাগত জানায়। বাঙালির কাছে এই উৎসব রবীন্দ্রসঙ্গীত ছাড়া অসম্পূর্ণ। শান্তিনিকেতনের মতোই কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসব এক বিশেষ মর্যাদায় উদযাপিত হয়, যেখানে সুর, কবিতা, এবং আনন্দের মিলন ঘটে।
সদর স্ট্রিট, নিউমার্কেট ও এসপ্লানেড সংলগ্ন একটি এলাকা, যা মূলত বিদেশি পর্যটকদের জন্য জনপ্রিয়। এখানে হোলির উন্মাদনা এক ভিন্ন মাত্রা নেয়। স্থানীয় ও বিদেশিরা একসঙ্গে রঙ খেলায় মেতে ওঠে—যেখানে রঙ মানে উত্তেজনা, শক্তি ও আনন্দ।
এশিয়ার অন্যতম বৃহত্তম পাইকারি বাজার বড়বাজারে হোলি এক অনন্যভাবে পালিত হয়। উৎসব শুরু হয় মন্দিরে প্রার্থনার মাধ্যমে, তারপর রাস্তা জুড়ে রঙের বৃষ্টি। নন্দগাঁও, বরসানা ভারতের হোলির জন্য বিখ্যাত, তবে কলকাতায় এর প্রকৃত স্বাদ পাওয়া যায় বড়বাজারেই।
কয়েক বছর আগে বড়বাজারের এক মন্দিরে একটি ময়ূর দেখে আমি অবাক হয়েছিলাম। মন্দিরের পরিবেশ ছিল কলকাতার অন্য জায়গার থেকে সম্পূর্ণ আলাদা। পুরোহিত প্রথমে শ্রী রাধাকৃষ্ণকে রঙিন জল ও আবির দিয়ে পূজা করেন, তারপর ভক্তদের ওপর রঙ ছিটান। ভক্তরা এই রঙকে আশীর্বাদ মনে করেন, যা সারা বছর রোগ-ব্যাধি থেকে রক্ষা করে। (Holi Celebration)
বড়বাজারে ব্যবসায়ীদের উদ্যোগে একটি বিশেষ শোভাযাত্রা বের হয়, যেখানে রাধা-কৃষ্ণকে রোলস রয়েস গাড়িতে করে কলাকার স্ট্রিটের লক্ষ্মী-নারায়ণ মন্দিরে নিয়ে যাওয়া হয়। এই সময় গলিগুলো রঙে রঙিন হয়ে যায়, যা এক অনন্য অভিজ্ঞতা। (Holi Celebration)
কলকাতার বিভিন্ন প্রান্তে হোলির উদযাপন বিভিন্ন রূপে, বিভিন্ন মাত্রায় হয়। কোথাও তা শিল্প-সাহিত্যের আবহে, কোথাও বা উন্মাদনার জোয়ারে—কিন্তু রঙের উৎসব সবখানেই একই রকম উজ্জ্বল ও হৃদয়গ্রাহী। (Holi Celebration)
ডকুমেন্টারি ফটোগ্রাফার। নতুন নতুন জায়গায় বেড়ানো এবং স্থানীয় মানুষদের সঙ্গে যোগাযোগ করতে ভালোবাসেন। তাঁর ছবির মাধ্যমে দর্শকদের কাছে কোনও একটি বার্তা পৌঁছে দিতে চান।
3 Responses
Too nice
Excellent @
Simply suparb! Do you have Holi pics outside Bengal?