
করণীয় কি? প্রতিষেধক এখনো অধরা। বিহ্বল অবস্থা বিজ্ঞানীদের। সম্পদে, শিল্পে টান বাড়ছে। সম্পর্কের ভিত নড়ে যাচ্ছে। নিজের প্রতি, অন্যের প্রতি বিশ্বাস কমে যাচ্ছে কি? অস্পষ্ট লাগছে চারপাশ। অদৃশ্য বাস্পে অদ্ভুত ক্লান্তি যখন আমাদের গ্রাস করতে উদ্যত, ঠিক সেই সময়ে এগিয়ে এলেন চিত্রশিল্পীরা। মায়া আর্ট স্পেসের উদ্যোগে সাড়া দিয়ে শুরু করলেন কাজ। শিল্পীমনের শিরা উপশিরায় যে ভাবনা ও দর্শনের স্রোত বইছে, তা ছড়িয়ে পড়লো ক্যানভাসে। কেমন এই সময়? কোন পথে চলেছে ভগ্নমন, ভগ্নশরীর মানুষ? এরই মধ্যে প্রকৃতি হেসে উঠেছে হঠাৎই। মানিয়ে নেওয়ার নতুন অভ্যাস তৈরী হচ্ছে প্রতিনিয়ত। তফাৎ থেকেও মানবিক দূরত্ব কমে আসছে।
অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো দেখালেন কলকাতার শুভাপ্রসন্ন, যোগেন চৌধুরী, গণেশ হালুই, পার্থ দাশগুপ্ত, সনাতন দিন্দার মত প্রথিতযশা শিল্পীরা। কুড়িজনের সৃষ্টি নিয়ে তৈরী হলো ছোট্ট অডিও ভিজ্যুয়াল, ‘ফিরে আসুক জোনাকিরা’।
প্রদর্শনীশালা আপাতত বন্ধ। তাই বাড়িতে বসেই নিশ্চিন্তে এই ডিজিটাল একজিবিশন দেখার সুযোগ রয়েছে সবার। ইতিহাস দেখুন। কঠিন সময়ে বরাবরই ইতিবাচক, আশাব্যঞ্জক, মন ভালো করার প্রতিষেধক এনেছে শিল্পজগত। সেই ট্র্যাডিশন সমানে চলছে।
বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।
Notifications