














(Winter Maidan)
ময়দানকে কলকাতার ফুসফুস বলা হয়। আর শীতের সময় এই বিস্তীর্ণ প্রান্তর যেন এক স্বপ্নময় দৃশ্যপটের রূপ নেয়। সকালের কুয়াশা, উদীয়মান সূর্যের আলো এবং রঙের নানান ছোঁয়া মিশে শহরটিকে এক সিনেমার সেটের মতো করে তোলে।
চারপাশের চাঞ্চল্য— বাচ্চাদের খেলা, মানুষের সকালবেলার ব্যায়াম, ঘোড়া ও আরোহীদের কুয়াশাচ্ছন্ন মাঠে ছুটে চলা— সব মিলিয়ে এক নস্টালজিয়া, যা প্রত্যেক কলকাতাবাসী শীত ঘনিয়ে এলে অনুভব করতে চায়।
সাধারণ জনজীবনের ফটো ও তথ্যচিত্রমূলক ছবি তোলার কাজ করে চলেছেন। উৎসব এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদের ছবি ধরা পড়েছে তাঁর ক্যামেরায়। বর্তমানে নুর ফটো এজেন্সির ফটোগ্রাফার হিসেবে নিযুক্ত এবং ফটো সাংবাদিক হিসেবে কলকাতায় কর্মরত।
