আমাদের কাছে আর পাঁচটা বিষয়ের মতোই ধীরে ধীরে ঝাপসা হয়ে, স্মৃতির পাতায় জায়গা করে নিতে চলেছে এই লেটারবক্স। একটা সময় এর উপস্থিতি আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ, আজও সে আছে, তবে আমাদের উন্নয়নের জোয়ারে তাল মেলাতে না পেরে একাকী নিঃসঙ্গ হয়েই যেন দাঁড়িয়ে আছে।
আজ আর কেউ ফিরেও দেখে না! অথচ একটা সময় এই ছোট্ট বাক্স’টির কতই না আদর-যত্ন ছিল! বাড়ির লোকজনদের প্রতিদিন কতই না উঁকিঝুঁকি মারা, এই ছোট্ট বাক্সটির ঢাকনা খুলে। শুধু একটি চিঠি আসার জন্য কতই না অপেক্ষা। খুশীর খবরে কারো যেত বাঁধ ভেঙ্গে, কেউবা যেত হতাশায় ডুবে! জন্ম, প্রেম, বিবাহ, মৃত্যু, চাকরি কী না এসেছে, সব কিছুই নিঃশব্দে পৌঁছে যেত প্রাপকের হাতে এই লেটারবক্স-এর মাধ্যমে। আর আজ…?
২০০৪ সাল থেকে ২০১৮, দীর্ঘদিন ধরে এই কলকাতা শহরের পথে, অলি-গলিতে ঘোরাঘুরি করতে গিয়ে এই নিঃসঙ্গ, অভিমানী লেটারবক্স-এর ছবি ক্যামেরাবন্দি করেছেন বিজয় চৌধুরী।
বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।
 
								 
								 
								 
															
 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								