সান্টা দাদু সান্টা দাদু
করছ তুমি কী
আমি তোমার ঝিকিমিকি,
একবারটি দাও না উঁকি,
এই যে দেখো
কেমন আমি তোমায় এঁকেছি!
ঝুলি ভরে আনছ তুমি
কতই উপহার
আমি তোমায় দিলাম এই
ছবি চমৎকার।
রসিকলাল জন্ম-অলস। ফলে চিরকালের কাঠবেকার। তবে পরনিন্দা পরচর্চায় তাঁর বিশেষ আগ্রহ ও বুৎপত্তি লক্ষণীয়। আর বাচ্চাদের সঙ্গ ভারী পছন্দ করেন।
2 Responses
Khub sundor
Rosiklal k anek anek dhanyabad o Abhipsa k anek bhalobasa..