১
ঈর্ষা
একটা ঈর্ষা
মানুষকে এই গলি থেকে
বড়ো জোর
ওই বড়ো রাস্তা পর্য্যন্ত
টেনে নিয়ে যেতে পারে
তারপর?
২
ঘৃণা
একটা ঘৃণা
তিন তলার ছাদ থেকে এক
এক তলায়
নামিয়ে আনতে পারে
রাস্তায় বের করে দিতে পারে
তারপর?
৩
ক্রোধ
একটা ক্রোধ
জমতে জমতে
একদিন এক ধাক্কায়
মৃত্যুর দরজায়
দাঁড় করিয়ে দিতে পারে
তারপর?
৪
হিংসা
একটা হিংসায়
জ্বলতে জ্বলতে
ক্ষয়ে যেতে যেতে
একদিন দু’দিন
তিনদিন
তারপর?
৫
ভালোবাসা
সকাল গড়িয়ে দুপুর
দুপুর গড়িয়ে সন্ধ্যা
তারপর রাত্রি নিশীথ
রাত্রির পর
ভোরের প্রথম ট্রেন
তারপর দরজার গরাদ ধরে দাঁড়িয়ে থাকা কেউ…
ছবি সৌজন্যে: Pexels
দীপক রায় সত্তর দশকের কবি। তখন থেকেই নিজেকে ব্যক্ত করে চলেছেন নিরাভরণ কবিতার আঙ্গিকে। শুরুর দিনগুলোয় তাঁর পদ্য বাসা বাঁধতে চেয়েছিল রূপকথার ফুলভাসা জলের পুকুরপাড়ে। কিন্তু ক্রমাগত ভয় ও সন্তাপে শেষমেশ তাদের স্থান হয় কালো কুচ্ছিত নাগরিক ল্যাম্পপোস্টের তলায়। 'দৈনিক কবিতা' ও 'অণুমাত্রিক' নামে দুটি ছোট কাগজের সম্পাদনার কাজে নিযুক্ত রেখেছেন নিজেকে। কাব্যগ্রন্থ ছাড়াও প্রকাশিত গদ্যের বইয়ের সংখ্যা চার। বাংলায় ছোট কবিতা চর্চার ইতিহাস রক্ষার কাজ তাঁর অন্যতম ব্রত।
4 Responses
খুব ভালো লাগল
কী ভালো লিখেছেন! এগুলি আমার বিচারে বিশ্বমানের কবিতা! কবিতা যেদিকে যেতে চায়, যেমন কথার থেকে ইঙ্গিতে ছড়িয়ে পড়ে – তেমনই!
কী ভালো লিখেছেন! এগুলি আমার বিচারে বিশ্বমানের কবিতা! কবিতা যেদিকে যেতে চায়, যেমন কথার থেকে ইঙ্গিতে ছড়িয়ে পড়ে – তেমনই! আহা!
খুব সুন্দর।