মহেন্দ্র দত্ত ছাতা বাংলার একটি অতি পরিচিত ব্র্যান্ড। মহেন্দ্র দত্ত ছিলেন বর্ধমান রাজার দরবারের পাখোয়াজবাদক। একবার রাজার একটি বিলিতি ছাতা খারাপ হয়ে যায়, যা সারিয়ে দিয়ে মদেন্দ্র দত্ত রাজার কাছ থেকে মোটা বখশিস পান। সেই বখশিস দিয়েই তাঁর ছাতা ব্যবসার শুরু। পাঁচ প্রজন্ম পেরিয়ে সেই পরিবারের বর্তমান প্রতিনিধি শুভাশিস দত্ত এখন ব্যবসার দায়িত্বে। তাঁর সাক্ষাৎকার নিলেন রূপা মজুমদার।
বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।