আকাশে ধার নিহত তার চূড়া
উপনিবেশ খোঁপাতে আমলকী
নিরীহ স্নান মেলেছে তানপুরা
খরচে হাত শালিখহৃত সখি
পাখিরা মন বাকিরা অছিলাতে
উঠোনে ঠোঁট মেঘের ময়দানে —
আকাশে ধার নিয়েছ অজুহাতে
বিপুলে ক্রোশ স্থানীয় সন্ধানে
পানীয় রাগ না নিও জঙ্গলে
বিধুরে দূর মান্য মরীচিকা
পিওনে পুব ভেঙেছ ডুবজলে
অবুঝে যার স্বর্ণবর্তিকা
জানালা জল বিকল ওঠানামা
শ্রবণে সাঁঝ ঘনায় প্রস্তরে
অকেজো যান আবহমান খামার
নিরীহ স্নান ঝড়ে ও নির্ঝরে
শয়নে শিস বালিশে পাশবালিশ
আকাশে ধার নিহত তার চূড়া
সাহানা শখ বাহানা বন্দিশ
কিশমিশের কাজুতে তানপুরা!
*ছবি সৌজন্য: Pixabay
সুমন ঘোষের বসবাস বীরভূম জেলার বাতিকার গ্রামে। পেশা শিক্ষকতা। যদিও কবিতা ও সাহিত্য নিয়েই তাঁর অবিরাম উদাসীন পথ চলা। সপ্তর্ষি থেকে প্রকাশিত হয়েছে তাঁর কাব্যগ্রন্থ বারোয়ারি কমিটির থিয়েটার। নিয়মিত লেখেন দেশ, কৃত্তিবাস, উনিশ কুড়ি, কবিসম্মেলন, এখন শান্তিনিকেতন-সহ বিভিন্ন পত্রপত্রিকা ও পোর্টালে। ভালবাসেন নাটক, গান, চিঠি ও কলম। তিনি জানেন জীবন অরূপে গলে যাবে তথাপি তিনি আজন্ম রোমান্টিক ও স্বপ্নচারী।