



































[ ছবিগুলো ফুল স্ক্রীনে (Full screen mode) দেখুন ]
(Hornbill Festival) পাহাড়, অরণ্য আর রহস্যময়তায় ঘেরা ছোট্ট রাজ্য নাগাল্যান্ড। উত্তর-পূর্ব ভারতের এই পাহাড়ি রাজ্যটি পর্যটকমহলে এখনও সেভাবে জনপ্রিয় হয়ে ওঠেনি। আংগামী, কাচ্চা, কুকি, জেনিং, আও, কোনিয়াক, চোকশাং, লোথা, রেংমা, চ্যাং, পম্ফেম, ওংচেরা, ওলেনকতে, কাচার্ডি ইত্যাদি বিভিন্ন জনজাতির বাস এখানে। (Hornbill Festival)
এই সব উপজাতির আচরণ, পোশাক এবং সংস্কৃতিতে অনেক পার্থক্য রয়েছে। তবে, তারা সকলেই শিকার করার ক্ষেত্রে অত্যন্ত দক্ষ। বিভিন্ন জনজাতির আলাদা আলাদা সময়ে এবং ভিন্ন ভিন্ন স্থানে উৎসব পালিত হয়। ফলে দুর্গমতা এবং সময়ের কারণে পর্যটকদের এই জনজাতিদের উৎসবগুলি দেখা হয়ে উঠত না। (Hornbill Festival)
ফটো স্টোরি: ভিয়েতনামের লণ্ঠন উৎসব
এই সমস্যার সমাধানের জন্য, নাগাল্যান্ড পর্যটন দপ্তর ২০০০ সালের ১লা ডিসেম্বর সমস্ত জনজাতির সহযোগিতায় একটি উৎসবের আয়োজন করে। এই উৎসবের নাম দেওয়া হয় হর্নবিল উৎসব। প্রাথমিকভাবে এটি তিন দিনের একটি উৎসব ছিল, তবে পরে এর জনপ্রিয়তার কারণে এটি দশ দিনের জন্য বাড়ানো হয়। এই উৎসবটি কোহিমার কাছাকাছি কিসামা হেরিটেজ ভিলেজে অনুষ্ঠিত হয়।
এই সময় সমস্ত জনজাতি একত্রিত হয়। হর্নবিল নৃত্য, ময়ূর নৃত্য, প্রজাপতি নৃত্যের মতো বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এছাড়াও, বাঘ শিকার, হেড হান্টিং, তীরন্দাজি, কুস্তি এমনকি আগুন জ্বালানোর প্রতিযোগিতা এবং ঢোল বাজানো – এগুলো পর্যটকদের কাছে অত্যন্ত নান্দনিকভাবে উপস্থাপিত হয়। সময়ের সঙ্গে সঙ্গে আধুনিক হয়েছে উৎসব।
এ বছর এই উৎসবের পঁচিশতম উদযাপন। ১লা ডিসেম্বরে শুরু হয়েছে, চলবে ১০ই ডিসেম্বর পর্যন্ত।
টেক্সটাইল ডিজাইনার। ভালোবাসেন দেশ-বিদেশ ঘুরে বেড়াতে এবং ফটোগ্রাফি করতে। ঐতিহাসিক স্থানের প্রতি বিশেষ আগ্রহ আছে।