প্রতিটি ফুল এক অনন্ত বিষাদ
রক্ত-লাল— বৃষ্টির শিল্প-সাধনা
অগভীর খাদ
মায়াপৃথিবীর অপরূপা বীণা
যেন জন্ম নেওয়ার কথা ছিল নির্জন পাহাড়ের গায়ে
অথবা কলঙ্ক-পূর্ণিমায়
জন্মেছে শতরূপা শৃঙ্গার শেষে
ঋষিকন্যার বেশে—
মাটি তার মা হবে, মায়ের নিঃশ্বাস
শুনে শুনে সপ্তঋতু, এমন নিঃস্ব রাত
আগে আর আসেনি, আসবেও না
ফুলের মাটিতে ফোটে ঋষিকন্যা…
অব্যক্ত রূপধারা স্নাত শিখরের ঢাল
সব স্পর্শ এ জীবনে অসহ্য প্রণয়
কার কথা বিনম্র রাতচরা পাখি
বলেছে মাহেন্দ্রক্ষণই মৃত্যু-সময়
জলজ বাগানে তখন জ্যোৎস্না নেমেছে।
*ছবি সৌজন্য: Peakpx
ঐশী চক্রবর্তীর জন্ম কলকাতায়। ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে অ্যানথ্রোপলজি বিভাগে সাম্মানিক স্নাতক। ইতিমধ্যে কবিতা প্রকাশিত হয়েছে ‘নবকল্লোল’, ‘শিলাদিত্য’, ‘কবিতা আশ্রম’, ‘কবিপত্র’, ‘মাসিক কৃত্তিবাস’, ‘সাহিত্য এখন’ প্রভৃতি পত্র-পত্রিকায়। রহস্যময়তা, প্রেম, অভিসার দিয়ে রচনা করেন কবিতার মধুরতম ভাষা। ‘বিষাদপরির শব্দগাথা’ তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।