তোমারই মধ্যে চিরহরিৎ বন
তোমার মধ্যে বহতা জলধারা
তোমার জন্য খারাপ করা মন
আকাশকুসুম চিন্তা এলোমেলো
ফুটিয়ে তোলে একটি করে তারা।
পায়ের নীচে নৌকা টলোমলো।
পাদপ, তুমিই পর্ণমোচী গাছ,
ছায়া ঢালো আমার মাটির ঘরে
তুমিই সেই পান্নাজলের মাছ
একটি করে মোহর ছুঁড়ে ফেলো
আত্মবিমুখ মগ্ন চরাচরে।
নৌকা কোথায় উধাও হলো বলো।
*ছবি সৌজন্য: Pinterest
মহুয়ার জন্ম উত্তরপ্রদেশের মির্জাপুরে। বড় হয়ে ওঠা হুগলিতে। প্রেসিডেন্সি কলেজ থেকে শারীরবিদ্যায় স্নাতক। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ও পিএইচ.ডি ডিগ্রি। পেশা অধ্যাপনা ও গবেষণা। বর্তমানে, শিলচরে অসম কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে কর্মরত। তিনটি কাব্যগ্রন্থ , এ আমার ছায়াজন্ম (পরম্পরা প্রকাশন, ২০০৯), চিরহরিৎ গাথা (সপ্তর্ষি প্রকাশন, ২০১৮) ও তারামাছ নাকছাবি (বইওয়ালা বুক ক্যাফে, ২০২০) এখনও পর্যন্ত প্রকাশিত।