আমি বিকেলে খেলতে যাই। পার্কে। একদিন পার্কে গিয়ে দেখলাম। মালি কাকু গাছ তুলছে। ছোট গাছ। আমি একটা গাছ চাইলাম। আমাকে দিল। বড় বড় পাতা দেওয়া গাছ। আমি গাছ নিয়ে বাড়ি এলাম। মাকে গাছ দিলাম। মা গাছটা টবে লাগিয়ে দিল। আর পাথর দিয়ে সাজিয়ে দিল। আমাকে বলল গাছের ছবি আঁকতে। আমি গাছের ছবি এঁকেছি।
One Response
Darun. Tintin