উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায় নেপাল ও তিব্বত সীমান্তে দারমা ভ্যালিতে ডোকটু বা দোগটু গ্রাম। ধারচুলা থেকে গাড়িতে প্রথমে মানসরোবর যাত্রার রাস্তা ধরে তাওয়াঘাট গিয়ে উত্তর পূর্বমুখী রাস্তা ত্যাগ করে নদীর উপর সেতু পেরিয়ে ক্রমশ উত্তরদিকে দার ও সেরা গ্রাম ছাড়িয়ে ৭০ কিমি দূরে ডোকটু গ্রামে আসা যায়। ডোকটু তুলনামূলক বড় গ্রাম। চাষবাস আছে। এখান থেকে ১.৫ কিলোমিটার দূরে কুমায়ুন মন্ডলের তৈরি ইগলু হাট পর্যন্ত গাড়ি চলার রাস্তা আছে। সেখান থেকে আরও ২ কিলোমিটার পাইন, দেওদার, ভুজ গাছের জঙ্গল পেরিয়ে ৪২৬০ মিটার উচ্চতায় পঞ্চচুলি বেস ক্যাম্পে যাওয়া যায়। মূলত এপ্রিল থেকে জুন বা সেপ্টেম্বর-অক্টোবর মাসে অভিযান করাই ভালো। ভ্যালিতে নানাবিধ পাখি, ফুল ও রডোড্রেনডন ফুলের মেলা। ৬৩০০ মিটারের চেয়ে উঁচু পাঁচটি শৃঙ্গ পাশাপাশি দাঁড়িয়ে আছে, যাদের একসঙ্গে পঞ্চচুলি বলা হয়। সর্বোচ্চ শৃঙ্গটি ৬৯০৪ মিটার উঁচু।
ভারতীয় জীবন বীমা কর্মী। দীর্ঘ ৩৪ বছর হিমালয়ের বিভিন্ন প্রান্তে ট্রেকিং, উপকূল বরাবর হাঁটা ও ফটোগ্রাফি মুখ্য নেশা। ট্রাভেল রাইটার্স ফোরামের সদস্য, বিভিন্ন পত্রপত্রিকায় লেখা প্রকাশিত।