








দেব দীপাবলি (Dev Deepawali) উৎসব মূলত ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসী শহরে পালিত হয়। এটি দীপাবলির ১৫ দিন পরে, কার্তিক মাসের পূর্ণিমা রাতে উদযাপিত হয়।
পুরাণ কথানুসারে, দেব দীপাবলির (Dev Deepawali) দিন রাক্ষস ত্রিপুরাসুরকে পরাজিত করার পর ভগবান শিব কাশীতে (বারাণসী) ফিরে আসেন। এই দিনকেই বিজয় উদযাপনের দিন হিসেবে চিহ্নিত করা হয়। বিশ্বাস করা হয়, এই দিনে দেবতারা গঙ্গানদীতে স্নান করতে পৃথিবীতে অবতরণ করেন।
উৎসবটি দীপাবলির মতোই অন্ধকার ঘুচিয়ে আলোর জয়কে প্রতিষ্ঠা করে। দীপাবলির মতোই, ভক্তরা তাদের বাড়ি এবং মন্দিরগুলিকে আলোকিত করতে তেলের প্রদীপ (দিয়া) এবং মোমবাতি জ্বালায়। গঙ্গার ঘাট বরাবর একটি সুন্দর দৃশ্য তৈরি করে, যা ঐশ্বরিক আশীর্বাদের আগমনের প্রতীক।
কলকাতাতেও এই উৎসবটি বড় করে পালন করা হয়ে থাকে। ভক্তরা গঙ্গার ঘাটগুলো প্রদীপ দিয়ে সাজিয়ে তোলেন। গঙ্গা আরতি করে ঠাকুরের কাছে নিজেদের প্রার্থনা পৌঁছে দেন। প্রদীপে সজ্জিত কলকাতার গঙ্গার ঘাট ছোট্ট বারাণসীতে পরিণত হয়ে ওঠে এই দিন।

দেবার্চন চ্যাটার্জি
সাধারণ জনজীবনের ফটো ও তথ্যচিত্রমূলক ছবি তোলার কাজ করে চলেছেন। উৎসব এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদের ছবি ধরা পড়েছে তাঁর ক্যামেরায়। বর্তমানে নুর ফটো এজেন্সির ফটোগ্রাফার হিসেবে নিযুক্ত এবং ফটোসাংবাদিক হিসেবে কলকাতায় কর্মরত।