[ ছবিগুলো ফুল স্ক্রীনে (Full screen mode) দেখুন ]
আমেরিকা যুক্তরাষ্ট্রের (United States Of America) পূর্ব উপকূল থেকে প্রায় সাতশ মাইল পূর্বে অতলান্তিক মহাসাগরের (Atlantic ocean) বুকে প্রকৃতির এক বিস্ময় বারমুডা দ্বীপপুঞ্জ (Barmuda islands)। ১৫০০ খ্রিস্টাব্দের আশেপাশে ইউরোপিয়ানদের আনাগোনা শুরু হলেও ঝঞ্ঝাবিদ্ধস্ত এই দ্বীপপুঞ্জে দীর্ঘদিন কোনও স্থায়ী জনবসতি ছিল না। তার ওপরে ছিল গভীর রাতের নানা অলৌকিক শব্দ আর পরবর্তীকালের বারমুডা ত্রিভুজের (Barmuda Traingle) আতঙ্ক। চারিদিকে অসীম জলরাশির মধ্যে থেকেও বারমুডাতে কোনও নদী, জলাশয় বা পানীয় জলের উৎস নেই। বৃষ্টির জল ধরে রাখাই বাঁচার একমাত্র উপায়। এতো প্রতিকূলতা সত্ত্বেও বর্তমানে বারমুডা এক অত্যন্ত সমৃদ্ধ অঞ্চল। গোলাপি বালির অপরূপ সৈকত,আকাশে দল বেঁধে ভেসে বেড়ানো বারমুডা লংটেল পাখির ঝাঁক, সুন্দর সাজানো জনবসতি, সব মিলিয়ে অসাধারণ এই ব্রিটিশ অধীনস্থ অঞ্চলের কিছু দৃশ্য লেন্সবন্দি করলেন সরিৎ চট্টোপাধ্যায়।
লেখক সরিৎ চ্যাটার্জি রাজাবাজার সায়েন্স কলেজের কম্পিউটার সায়েন্স বিভাগের প্রাক্তন ছাত্র, পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার, নেশায় হিমালয়প্রেমী ও পর্যটক। বর্তমানে নিউ ইয়র্ক এ কর্মরত।