[ ছবিগুলো ফুল স্ক্রীনে (Full screen mode) দেখুন ]
সূর্যবন্দনা, ছট পুজো (Chhot Pujo) এক প্রাচীন হিন্দু পার্বণ। এই লৌকিক উৎসব শুরুতে গোটা বিহার (Bihar), উত্তরপ্রদেশ (Uttar Pradesh) , নেপালের (Nepal) তরাই অঞ্চলে সীমাবদ্ধ থাকলেও আজ তা সর্বত্র ছড়িয়ে পড়েছে। ছট পুজো সূর্য ও তার স্ত্রী ঊষার প্রতি নিবেদন করা হয়। কামনা করা হয়, যাতে পৃথিবীতে জীবনের ধারা প্রবাহমান থাকে।
ভারতে দুবার এই সূর্যবন্দনা পালন করা হয়। প্রথমবার চৈত্র মাসে (চৈতী ছট) আর দ্বিতীয়বার হয় কার্তিক মাসে (কার্তিকী ছট)। ছটে কোন মূর্তি উপাসনার স্থান নেই। ছট পুজোয় সূর্যোদয়ে এবং সূর্যাস্তে দুবার সূর্যকে পুজো করা হয়। নৈবেদ্য সাজানো হয় কুলো বা পাচিতে। বিহারের প্রসিদ্ধ ঠেকুয়া এই পুজোর অন্যতম নৈবেদ্য।
চারদিনের এই ব্রতে প্রথমদিন শুদ্ধাচারে নিরামিষ ভোজন। পরদিন থেকে উপবাস । দিনভর উপবাসের পর সন্ধ্যায় পুজোর পর ক্ষীরের ভোগ গ্রহণ করা হয় (খরনা নামে পরিচিত)। তৃতীয় দিন ,ঘাটে গিয়ে অস্তগামী সূর্যকে দুধ অর্পণ। শেষদিন সূর্যোদয়ে ঘাটে গিয়ে আবার পুজো। তারপর উপবাস ভেঙে প্রসাদ হিসেবে গুড়, ক্ষীর, ঠেকুয়া সবাইকে দেওয়া হয়।
এখানে কলকাতার ছট পুজোর কিছু মুহূর্ত।
পেশায় বাস্তুকার। নেশায় পাহাড়ের কোলে বিচরণ কিংবা সময় পেলেই এদিক ওদিক ক্যামেরা নিয়ে বেড়িয়ে পড়া। ৩৭ বছর ধরে ফটোগ্রাফির সঙ্গে যুক্ত। ছবির জগতে শতাধিক আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ও বহু আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতার বিচারক মানস দাস, ফটোগ্রাফিক এসোসিয়েশন অফ আমেরিকা,ফেডারেশন অফ ইন্ডিয়ান ফটোগ্রাফি ও ছায়াপথ কলকাতার সদস্য।