










দীপাবলি (Diwali) বলতে আমরা বুঝি আলোর উৎসব। বর্তমানে বৈদ্যুতিক নানাবিধ টুনি লাইটের মাঝে আজও বিদ্যমান মাটির প্রদীপ (Clay Lamp)। উওর ২৪ পরগনার দওপুকুরের চালতাবেড়িয়া গ্রাম সারা দেশে বিখ্যাত মাটির প্রদীপ তৈরির জন্য। বর্তমানে প্রদীপের পাশাপাশি মাটির অনান্য জিনিসও তৈরি হয়ে থাকে।
কয়েক দশক ধরে এই গ্রামের মানুষ যুক্ত আছেন এই পেশার সাথে। গ্রামের প্রায় ৮০টি পরিবার এই কাজের সঙ্গে যুক্ত। সারাবছর ধরেই এই কাজ হয়ে থাকে। তবে দীপাবলির আগে থেকে কাজের চাপ বৃদ্ধি পায়। এই গ্রামের প্রদীপের চাহিদা বর্তমানে সারাদেশে। দেশের বিভিন্ন প্রান্তে এখান থেকে মাটির প্রদীপ রপ্তানি করা হয়ে থাকে।
আরও দেখুন: ফটো স্টোরি: চালচিত্র
দেশের বাইরেও নানা দেশে প্রদীপ রপ্তানি করা হয়ে থাকে। কোভিড পরবর্তী সময়ে এই শিল্পে কিছুটা মন্দা দেখা যায়। এছাড়াও বর্তমানে মাটির বাজার মূল্য বৃদ্ধি পাওয়ায় এই শিল্প কিছুটা হলেও বাধাপ্রাপ্ত হচ্ছে। নানা ধরণের প্রতিকূলতাকে উপেক্ষা করে শিল্পীরা কাজ করে চলেছেন এই আধুনিকতার যুগেও আমাদের দেশের অতি প্রাচীন এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য।

শুভদীপ ঘোষ
বিগত ১২ বছর সময় ধরে একজন স্বাধীন আলোকচিত্র শিল্পী হিসেবে কাজ করছেন। ফেডারেশন অফ ইন্ডিয়ান ফটোগ্রাফি থেকে AFIP ডিসটিংশান অর্জন করেছেন ২০২০ সালে। এছাড়াও বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে পুরস্কার অর্জন করেছেন। মূলত একজন ডকুমেন্টারি ও ফটো জার্নালিসম্ বিষয়ে কাজ করেন।