































[ ছবিগুলো ফুল স্ক্রিনে (Full screen mode) দেখুন ]
পশ্চিমবঙ্গের অন্যতম নামকরা রথযাত্রা গুপ্তিপাড়ার রথযাত্রা (Guptipara Rathayatra)। ৩৬ ফুট উঁচু ১৬ চাকার এই রথ যাত্রার দিনে অপূর্ব সাজে সজ্জিত হয়ে ওঠে। অনুমান ১৭৪০ সালে এই রথযাত্রার সূচনা হয়। ১.৫ কিলোমিটার এই যাত্রাপথ পুরীর রথযাত্রার পরেই দীর্ঘতম। বৃন্দাবন চন্দ্রের মন্দির থেকে পরম আদরে ভক্তদের কাঁধে চেপে বিগ্রহ পৌঁছয় রথে।
সাদা ও নীল রঙের দুটি কাঠের ঘোড়া মন্দির থেকে পৌঁছয়, তাদের রথে স্থাপন করা হয়। রথ যায় বৃন্দাবন চন্দ্রের মঠের সামনে থেকে গোঁসাইগঞ্জের বড়বাজারে বা গুন্ডিচা বাড়িতে। অগণিত মানুষ রথের রশিতে টান দিয়ে জীবন সার্থক করেন।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির স্নাতকোত্তর।পেশায় শিক্ষক। বেলুড় বিদ্যামন্দিরের ফোটোগ্রাফির ডিপ্লোমা। ভালোবাসেন বেড়াতে, ছবি তুলতে আর পুরোনো বন্ধুদের সাথে আড্ডা দিতে।
One Response
Nice