[ ছবিগুলো ফুল স্ক্রীনে (Full screen mode) দেখুন ]
পশ্চিম তিব্বতে (Tibet) অবস্থিত কৈলাস (Kailash) পর্বত (২১,৭৭৮ ফুট) ও তার সন্নিকটে মানস সরোবর (Mansarovar) (১৫,২৮০ ফুট) হিন্দু, বৌদ্ধ, জৈন ও বন ধর্মাবলম্বীদের কাছে পরম পবিত্র এক তীর্থক্ষেত্র।
সড়কপথে নেপালের (Nepal) গাট্টাখোলা সীমান্তের ওপারে তিব্বতের শহর কিরুঙ। ওখান থেকে সাগা হয়ে পথ পৌঁছয় মানস সরোবরে। মানস থেকেই পথ এগিয়ে যায় কৈলাসের পদপ্রান্তে ছোট শহর দারচেনে।
হিন্দুদের বিশ্বাস কৈলাস শিবের আবাসস্থল। অনিন্দ্যসুন্দর এই পর্বতের সামনে দাঁড়ালে আপনিই মাথা নত হয়ে আসে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এর বিভিন্ন রূপ বিস্ময়কর।
মেঘলা দিনে ২৭.৭ কিমি লম্বা, ৩০০ ফুট গভীর মানস সরোবরের জলে আলো আঁধারির খেলা চলে। রৌদ্রজ্জ্বল দিনে এর গাঢ় নীল জলের স্বর্গীয় সুষমায় মন আপ্লুত হয়। সরোবরের দক্ষিণ দিকে রয়েছে গুরলা – মান্ধাতা ও উত্তর দিকে রয়েছে কৈলাস পর্বত।
পর্বত ও সরোবরের যুগলবন্দিতে রচিত এখানকার পরিবেশ মনকে অমর্ত্যলোকে নিয়ে যায়।
অবসরপ্রাপ্ত রসায়নবিদ, ভ্রামণিক ও পর্বতপদযাত্রী। ট্রাভেল রাইটার্স ফোরামের সদস্য।