















আমেরিকার (Las Vegas) নেভাদার রুক্ষ মাটির বুকে আছে শুধু বালি আর পাহাড়। আর আছে এক নদী, নাম কলোরাডো।
তার বুকে বাঁধ দিতে একসময়ে হাজারে হাজারে পুরুষ শ্রমিকের আসা, সে গত শতাব্দীর প্রথম দিকের গল্প। তাদের অ-কাজের সময়ে কুকাজের ব্যবস্থা করতে নারী, সুরা আর জুয়ার আয়োজন হল যেখানে, আজ সেই জায়গাই লাস ভেগাস। সে ব্যবস্থা আজও আছে। ভেগাস তাই ২১+ এর শহর। (Las Vegas)
তবে বিলাসের বন্দোবস্ত করতেই বৈভবের বিস্তার। আর কুবেরের স্পন্সরে ময়দানব আর বিশ্বকর্মা হাতে হাত লাগালে স্থাপত্যের যে বিরাট সম্পদ তৈরি হয়, তাতে অবাক হতেই হয়। মূলত অনুকরণ, তবে ভাবানুবাদের মৌলিকতা সেখানে অনুপস্থিত নয়।
আমাদের তাকেই দেখতে আসা। অবাক হয়ে দেখি বেলাজ্জিওর রিশেপসনে এপ্রান্তের লোক ওপ্রান্তের মানুষকে দুরবীন দিয়ে দেখে। সিজারস প্যালেসে স্বয়ং সিজারও থাকতে পেলে বর্তে যেতেন মনে হয়। লাক্সর হোটেলের দেয়ালে হায়ারোগ্লিফিক্স ছবিকথা, আকাশছোঁয়া ফোয়ারার ছন্দ, রাস্তার ধারে অবাক আলোর গোলকের ক্ষণে ক্ষণে রূপপরিবর্তন, ভেনেসিয়ান হোটেলের আসলের চেয়ে বেশি আসল গ্র্যান্ড ক্যানালে গন্ডোলাবিহার – এসব দেখে নিজের গায়ে চিমটি কেটে জিজ্ঞেস করি, কিহে? তুমি আসল মানুষটিই তো?
ডাঃ ভাস্কর দাস পেশায় অস্থিশল্য চিকিৎসক। নেশা ফোটোগ্রাফি, লেখালেখি। ভ্রমণ ও বাংলার অতীত কৃষ্টি ও সংস্কৃতির খোঁজ প্রিয় বিষয়।
লেখা প্রকাশিত দেশ, হরপ্পা, কৃত্তিবাস, সাপ্তাহিক বর্তমান, ইত্যাদি পত্রিকায়। প্রকাশিত বইয়ের সংখ্যা পাঁচ। ২০২২ সালে ভ্রমণআড্ডা সংস্থার 'কলম' সম্মান প্রাপক।