আজ ওয়ার্ল্ড ফোটোগ্রাফি ডে (World Photography day), যারা ছবি তুলতে বা দেখতে ভালোবাসি তাদের সবার দিন। কেন ছবি তুলি, কেন চেষ্টা করি চারপাশে অনবরত ঘটতে থাকা মুহূর্তদের ধরে রাখতে? আসলে আমরা তো মুহূর্তজীবী— মুহূর্তের আনন্দ, হাসিকান্না নিয়েই আমাদের রোজকার জীবন। অনেক স্বজন হারানোর বেদনার স্মৃতি, আতঙ্ক, হাহাকার বুকে নিয়ে, সবাই মিলে আমরা মহামারীর দিনগুলো পার করলাম। তিন বছর আগের কথা। চারিদিকে হাহাকার, লকডাউন। সবকিছু বন্ধ। কোভিডের যথাযথ চিকিৎসা তখনও আমাদের অজানা। আক্রান্ত হওয়া মানেই নিশ্চিত মৃত্যুর হাতছানি। হাসপাতালের কোভিড ওয়ার্ডে কাজ করা শুরু হল। আপাদমস্তক পি.পি.ই-র মোড়কে নিজেকে মুড়ে সেই মৃত্যু গহ্বরে দুবেলা ঢোকা, অসহায় অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করা, নিশ্চিত মৃত্যু সম্ভাবনা ভেবে মনে এক অসম্ভব শূন্যতা। ভাবতাম, জীবনের শেষ কয়েকটা দিন হয়ত পার করছি শূন্য চোখে তাকিয়ে থাকা ডেক্সটপে। নিজের তোলা ছবি দেখতে শুরু করলাম। বুঝতে পারলাম, এক অদ্ভুত প্রত্যয় ধীরে ধীরে দানা বাঁধছে ভিতরে। মরলে মরব, কিন্তু এই মারণ ব্যাধিকে মেরে মরব। সেই ছবির সঙ্গে মানস ভ্রমণে খুঁজে পেলাম নিজের হারানো ছন্দ। অনুভব করলাম “আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও।” দুঃখ কষ্ট উদ্বেগ সব কিছু ছাপিয়ে জীবন এগিয়ে চলুক আলোকিত জীবনের সন্ধানে।
পেশায় চিকিৎসক। নেশায় ভ্রমণ পিপাসু। ভালোবাসেন লেখালিখি, ছবি তোলা, গান শোনা, শিল্প চর্চা আর নিখাদ আড্ডা।
One Response
খুব ভালো লাগলো দেখে। অসাধারণ।