Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

সুন্দরী সরোবর - সুপ্রিয়া দত্তর তোলা ছবি

খোদ দক্ষিণ কলকাতার ধুলোধোঁয়াভরা বুকে পবীন্দ্র সরোবর এক আরামদায়ক ব্যতিক্রম। এখানে সবুজের ঠাসবুনোট, পাখিদের ভিড় ছাড়াও দেখা মেলে সেই বিরল প্রজাতির কলকাতাবাসীদের, যাঁরা স্বাস্থ্যসচেতন। তাঁরা সকাল বিকেল লেকের ধারের বাঁধানো রাস্তায় হেঁটে, দৌড়ে ঘাম ঝরিয়ে নিজেদের সতেজ রাখেন। আরও একধাপ এগিয়ে যাঁরা, অর্থাৎ শুধু স্বাস্থ্য সচেতন নন, বরং ফিটনেস এনথুসিয়াস্ট, তাঁরা সাঁতার অথবা রোয়িং অভ্যাস করেন। রোজকার শরীরচর্চার রুটিনে সুপ্রিয়া দত্ত রবীন্দ্র সরোবরের বিভিন্ন রূপ এবং রঙ ধরে রেখেছেন তাঁর মোবাইল ক্যামেরায়। 

পল্লবী বন্দ্যোপাধ্যায় আকারে স্থূল, প্রকারে কুল এবং জোকার-এ মশগুল। ভালোবাসেন মার্ভেল, ডিসি, আর যা কিছু ফিশি। পূর্বজন্মে ইংরেজি সাহিত্যের ছাত্রী ছিলেন। বর্তমানে বাংলার নেশায় বুঁদ। পরজন্মে গল-দের গ্রামে খোলা আকাশের নীচে গোল টেবিলে নৈশভোজের আসরে বসে বুনো শূকরের রোস্ট খেতে চান।