এই তাহলে ভালো হল, বলো? সপ্তসিন্ধুর বুকে সপ্তডিঙায় ভেসে যেতে যেতে নিজস্ব ছন্দের শান্ত অভ্যস্ততা ভেঙে ফেলে এক উন্মন মাহেন্দ্রক্ষণে এই যে আরও একবার, এই যে আবারও, নিজের মুখোমুখি এসে বসা, আর প্রশ্ন করা নিজেকেই, সেইসব প্রশ্ন, যেগুলো আসলে নিজের কাছে নিজেরই ক্লান্ত একতরফা উত্তর হতে হতেও শেষমেশ বাসাবদল করে গিয়ে পড়েছে কোনও অরক্ষিত প্রবাসে!
এই তাহলে ভালো হল, বলো?
অথচ দেখো, অমাবস্যার রাতে প্রচ্ছন্ন চাঁদের অস্তিত্ব কেন তোমার কাছে বেহায়া পূর্ণিমার চেয়ে বেশি স্পর্শসহ মনে হয়; কিংবা জল পড়া আর পাতা নড়া কার্যকারণ সম্পর্কে জড়িত, না কি তারা দুটো আলাদা আলাদা দৃশ্যসুখ যাদের মিলন নেহাত সম্পন্ন হওয়ার কথা ছিলই; পৃথিবী নামক এই মায়াময় গ্রহে এত যুগ কাটিয়ে দিয়েও এইসব গূঢ় প্রশ্নের আজ অবধি মীমাংসা করে উঠতে পারলে না তুমি!
প্রতিটি বড় শিল্পেরই অসংখ্য ছোট ছোট অনুসারী শিল্প যেমন থাকে, সেরকমই─তুমি তো তোমার জীবন দিয়ে জেনেছ─অসংখ্য ছোট ছোট অনুসারী অভিজ্ঞতা থাকে যেকোনও বড় অভিজ্ঞতার।
এই যে কুসুম কথাটা শুনলেই অবধারিত কখনও তোমার মনে পড়ে পুতুলনাচের ইতিকথার অমোঘ বিস্তার, আবার কখনও তোমার বোজা চোখের তরল অন্ধকারে ভেসে ওঠে কৃষ্ণচূড়ার পাপড়ি ছড়িয়ে থাকা গতজন্মের কোনও রক্তপথের ঝিমধরা অনুষঙ্গ, আবার কখনও বা এক অবুঝ উন্মন রূপবান প্রসববেদনা, এই অনিবার্য ঘাত-প্রতিঘাতের অন্তর্নিহিত রসায়ন থেকেই তোমার স্মৃতি স্বপ্ন স্বগতোক্তি ঘিরে গড়ে উঠতে পারে এক অতিযাপিত অভিজ্ঞতার বিস্তৃত সফরনামা─তুমি কি প্রস্তুত?
সপ্তসিন্ধুর বুকে সপ্তডিঙায় ভেসে যেতে যেতে নিজস্ব ছন্দের শান্ত অভ্যস্ততা ভেঙে ফেলে আজ আরও একবার নিজের মুখোমুখি এসে পড়েছ তুমি। এখন থেকে আবারও তুমি তোমার স্মৃতি স্বপ্ন স্বগতোক্তির কাছে অবিস্মরণীয় একা।
পেশাগত ভাবে রাজ্য সরকারি পত্রিকার সম্পাদনার গুরুভার সামলাতে হয়। তার মধ্য়েই নিজের ভালোবাসার তাগিদে চলে কলম পেষা। এখনও পর্যন্ত দশটি কবিতার বই ও চারটি উপন্যাস বেরিয়েছে। সৃষ্টিসুখ প্রকাশনা থেকে বেরিয়েছে কবিতাসমগ্র ১।