পর্ব – ৮
এরিখ কাস্টনার (১৮৯৯-১৯৭৪) একজন জার্মান লেখক, কবি, চিত্রনাট্যকার। ব্যঙ্গ এবং শ্লেষাত্মক ভাষায় সামাজিক সমস্যাগুলিকে তুলে ধরার জন্য তিনি বিখ্যাত। তাঁর কবিতায় তির্যক রস এবং শ্লেষাত্মক ভঙ্গিমা বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি জার্মানির একজন গুরুত্বপূর্ণ শিশু সাহিত্যিকও বটে, যিনি, হান্স আন্ডারসন পুরস্কার পেয়েছেন। এরিখ কাস্টনারের (Erich Kästner) কবিতায় যুদ্ধ পরবর্তী জার্মানির এক রূপ ভেসে ওঠে। একই সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়েও যে রাজনৈতিক অস্থিরতা, তা নিয়ে একপ্রকার কৌণিক বিশ্লেষণ ফুটে ওঠে।) কবিতায় যুদ্ধ

আলো
আমি অতদূর তোমাকে দেখতে পাইনি
যতদূর রক্তের রেখা গড়িয়ে গেছে
আর দুজন প্রেমিকের লাশ
ঝুলে আছে পৃথিবী থেকে
আমি অতদূর তোমাকে দেখতে পাইনি
মহাশয়া
এই গ্রন্থের একটি কবিতাও তোমার জন্য লেখা নয়
বলেছিলাম তোমায়
সবুজ ঘাসের রোম
পড়ে আছে তোমার শরীরে
পাইনবনের দিকে গড়িয়ে যেতে যেতে
ভেবেছিলাম তোমায়
একটি কবিতা দেব
এই গ্রন্থের একটি কবিতাও তোমার জন্য লেখা নয়
দ্বন্দ্ব
প্রকৃতি ভালো আছে
এ কথা শোনার জন্য রোজ সূর্যোদয় হয়
তুমি অন্ধকারকে অভিশাপ দিতে দিতে
ঘুম থেকে ওঠো।
তবু রোজ অন্ধকারে ঘুমোতে যাওয়ার জন্য
অপেক্ষা করে থাকো

সমাধি
তোমার থেকে ঠিক কতটা দূরে গেলে
আর আমার ঘরের ছায়া
তোমাকে দুঃখ দেবে না?
যুদ্ধ হচ্ছে বলে আমার মন ভালো নেই
তাই
ঝাপসা গাছ থেকে একটি ফুলও আকাশের
সূর্য দেখতে পাচ্ছে না
কবরের উপর কেউ আজও ফুল দেবে বলে
হেঁটে আসছে দিগন্ত থেকে
আমি তাকে চিনি
একটি ইহুদি কবিতা
১৯৪৫ সাল থেকে একটি সাইরেন বেজে যাচ্ছে
আর আমরা ভাবছি
হিটলার ফিরে আসবে
আমরা ভয়ে দরজা বন্ধ করে রাখছি
১৯৪৫ সাল থেকে
গ্যাসচেম্বারগুলো অপেক্ষা করছে
গোয়েবেলস-এর মতো মিথ্যে কথা
আমি তোমায় বলিনি
একটি সাইরেন
থামিয়ে দেওয়ার মতো ভালোবাসা
পৃথিবী পেল কি?
যুদ্ধের পরে
আমি যাব না তাদের কাছে
যারা দেশ ছেড়ে চলে গিয়েছিল
মানুষের অন্য কোনও দেশ নেই
জন্মভূমি ছাড়া
যেমন মানুষ
তার নিজের শরীরেই মানুষ
আমি যাব না তাদের কাছে
যারা কুকুর হয়ে যায়

গান
হা হা হো হো হাসির শব্দে তোমায়
আমি বাচ্চাদের জন্ম নিতে দেখিয়েছিলাম
সে এক বৃষ্টির মতো দৃশ্য
বসন্ত যখন গাছ হয়ে যায়
তখন
আমার ভালোবাসতে ইচ্ছে হয় না
বরং তখন হয়
যখন বরফে ঢেকে যায় তোমার সমাধি
যুদ্ধের প্রতি
নিজের সমাধি বয়ে নিয়ে যাওয়া ছাড়া
মানুষের আর কোনও কাজ নেই
বাকিটা ব্যক্তিগত
কে কখন ইতিহাস লিখতে চেয়েছিল
এ কথা ভাবতে গিয়ে
দেখেছি ড্রেনের ঢাকনা খুলে
বেরিয়ে আসছে একশ বছরের অভিশাপ
নিজের সমাধি বয়ে যাওয়া ছাড়া
মানুষের আর সত্যিই কোনও কাজ নেই

নস্টালজিয়া
প্রতিটি ক্রিয়ার সমান অথচ
বিপরীতমুখী রাস্তা আছে
যেমন, পাতাল ফুঁড়ে
একটি ট্রেন চলে যায় ঠিক তার
ইচ্ছের বিপরীতে
যেমন বোমা ফেলে মানুষ
মানুষেরই শহরের উপর
আচমকা দুঃখ পায়
উদাসীন কেউ
প্রতিটি ক্রিয়ার সমান অথচ
বিপরীতমুখী এক সুড়ঙ্গ আছে কোথাও
আমি আমেরিকা যাব না
আমি আমেরিকা যাব না
আমেরিকা যাওয়া যায় না
আমেরিকা আসে
আমেরিকা, সবাইকে
আমেরিকা করে দেয়
আমি আমেরিকা যাব না
আমেরিকা আসবে
আমার ঘরে
আমার রক্তে
আমার পেচ্ছাপে
নিঃশ্বাসে
আমি আমেরিকা যাব না
আমেরিকা আমার ঘরের তালা ভেঙে
আমার ঘরে তালা দিয়ে দেবে
আমি আমেরিকা যাব না
আমেরিকা আসে
নিয়তির মতো, নিঃশব্দে
হিন্দোল ভট্টাচার্যের কবিতা লেখার শুরু নয়ের দশকে। কবি ও লেখক হিসেবে পরিচিতি ও জনপ্রিয়তা দুইই পেয়েছেন বাংলা ভাষার পাঠকদের কাছে। মোংপো লামার গল্প, সব গল্প কাল্পনিক, রুদ্রবীণা বাজো, বিপন্ন বিস্ময়গুলি, এসো ছুঁয়ে থাকি এই লেখকের কিছু পূর্বপ্রকাশিত বই।
One Response
এরিখ কেস্টনার ( ä বলে