Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

জল সংকট মেটাতে বেঙ্গালুরু স্কুলের অভিনব প্রচেষ্টা

শাম্ভবী কবি

আগস্ট ২০, ২০১৯

Bookmark (0)
Please login to bookmark Close

জল সংকট নিয়ে নাজেহাল গোটা দেশ| অনুমান করা হচ্ছে ২০৩০ সালে জলের চাহিদা দ্বিগুণ হয়ে যাবে কিন্তু সেই পরিমাণে জল সরবরাহ হবে না| ইতিমধ্যেই সরকার এবং সাধারণ মানুষ নড়েচড়ে বসেছেন| বিভিন্ন উপায় জল সংরক্ষণের চেষ্টা করে যাচ্ছেন তারা|  অনেকেই ইতিমধ্যে ‘রেন ওয়াটার হার্ভেস্টিং’-এর দিকে মন দিয়েছেন| বৃষ্টির জল সংরক্ষিত রেখে পরে কার্জকর ভাবে তাকে ব্যবহার করাকেই বলা হয় ‘রেন ওয়াটার হার্ভেস্টিং’ বা বৃষ্টির জল সংরক্ষণ|

বৃষ্টির জল সংরক্ষণের সুবিধা অনেক| ভূগর্ভস্থ জল বা কর্পোরেশনের সরবারহ করা জল ছাড়াও এটি হল জলের আর একটি উৎস| যেখানে অন্য কোনও ধরনের জলের উৎস নেই সেখানে নানা কাজে এই জল ব্যবহার করা যায়| এ ছাড়াও এই জলে কোনও রাসায়নিক পদার্থ নেই তাই শরীরের জন্যেও উপকারী|

বেঙ্গালুরুর দ্যা ট্রায়ো ওয়ার্ল্ড অ্যাকাডেমি স্কুল এই ব্যাপারে নজির তৈরি করেছে| ছাত্রদের বৃষ্টির জল ধরে রাখার ব্যাপারে উৎসাহী করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে স্কুল | এখানেই শেষ নয়‚ জল কতটা মূল্যবান এবং তা সংরক্ষণ করা কতটা জরুরি সে ব্যাপারেও ওয়াকিবহল করা হয় ছাত্রদের|

২০১৭ সালেই স্কুলেরই ছাদে এবং জমিতে ১২টা বড় বড় চৌবাচ্চা তৈরি করা হয়েছে | তাতেই বৃষ্টির জল ধরে রাখা হয় | এক একটা চৌবাচ্চা দশ হাজার লিটার জল ধরতে পারে | গাছে জল দেওয়ার জন্য ব্যাবহৃত হয় এই সংরক্ষিত জল| এ ছাড়াও জল পরিশুদ্ধ করে অন্য কাজেও লাগানো হয় | 

স্কুলের ম্যানেজিং ডিরেক্টার এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেন ‘আমরা প্রকৃতির থেকে শুধুমাত্র নিতে শিখেছি দিতে শিখিনি| স্কুলের পড়ুয়াদের বৃষ্টির জল সংরক্ষণ করতে শেখানো হয় যাতে তারা প্রকৃতির সম্ভার কিছুটা হলেও প্রকৃতিকে ফিরিয়ে দিতে পারে |’

শুধুমাত্র বৃষ্টির জল সংরক্ষণই নয় স্কুল-কর্তৃপক্ষ হাত ধোয়ার কলে এমন যন্ত্র লাগিয়েছেন যা ৬০ শতাংশ জলের অপচয় কমিয়ে দিতে পারে | ‘ছাত্ররা হাত ধুয়ে মাঝে মধ্যেই কল খুলে রেখে চলে যায় | বা হাতে সাবান লাগানোর সময় কল খুলে রাখে| এই ভাবে কয়েকশো লিটার জলের অপচয় হয়| কলে লাগানো হয়েছে বিশেষ যন্ত্র যা জল অপচয় বন্ধ করে |’ জানিয়েছেন স্কুলের ম্যানেজিং ডিরেক্টর |

এখানেই শেষ নয় আরও একটা অভিনব উপায় জল সংরক্ষণ করা হয় এই স্কুলে | স্কুলের চারি দিকে বড় বড় ড্রাম রাখা রয়েছে | স্কুল ছুটির সময় ছাত্ররা সেই ড্রামগুলোতে বোতলের বাড়তি জল ঢেলে দেয় | এই ভাবে দিনে ৫০ লিটার অবধি জল সংরক্ষণ করছে দ্যা ট্রায়ো ওয়ার্ল্ড অ্যাকাডেমি | 

পঞ্চম শ্রেণীর এক খুদে জানিয়েছে ‘আমরা সবাই জল সংরক্ষণ করার চেষ্টা করছি | স্কুলে আমরা এই ব্যাপারে অনেক সাহায্য পাই| বাড়িতেও আমরা একই ভাবে জল সংরক্ষণ করার চেষ্টা করছি | আমাদের প্রজন্মের সবার এগিয়ে আসা উচিত|’

Picture of শাম্ভবী কবি

শাম্ভবী কবি

Picture of শাম্ভবী কবি

শাম্ভবী কবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Newsletter

কথাসাহিত্য

সংস্কৃতি

আহার

বিহার

কলমকারী

ফোটো স্টোরি

উপন্যাস