(Record Collector)
সম্প্রতি বাংলালাইভ ডট কম-এ শুরু হয়েছে কলকাতার বিশিষ্ট সংগ্রাহকদের নিয়ে একটি নতুন সিরিজ। এই সিরিজের প্রতিটি পর্বে পরিবেশিত হয় কলকাতার এক একজন বিখ্যাত সংগ্রাহকের সঙ্গে কথোপকথন।
ভিডিও: সংগ্রাহক ফাল্গুনি দত্ত রায়’র – সাক্ষাৎকার
আজকের অতিথি কলকাতার দুজন বিশিষ্ট রেকর্ড সংগ্রাহক সুশান্ত চট্টোপাধ্যায় ও সঞ্জয় সেনগুপ্ত, যাঁদের সংগ্রহে রয়েছে আদিকাল থেকে সঙ্গীতের নানান রেকর্ড। তাঁদের কাছ থেকে শুনব ওনাদের ব্যক্তিগত সংগ্রহের ইতিহাস ও নানান অজানা কাহিনী। আলাপচারিতায় বিশিষ্ট প্রাবন্ধিক ও সংগীত-গবেষক অভীক চট্টোপাধ্যায়।
বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।