বাহান্ন তাসের ভাঁজে জেগে থাকে যতখানি জাদু
মায়া ও বিভ্রম
তার চেয়ে ঘনতর দেখেছি বিস্ময়–
দেশ আর তোমার ভিতর।
সঙ্গম ফুরিয়ে গেলে প্রতিটি পুরুষ হয়ে ওঠে
সুদীর্ঘ পাহাড়। আর নারী?
জ্যোৎস্নামাখা চন্দনের বন–
চণ্ডীদাসের পাঠানো এ-রকম সহস্র চিঠিতে
মৃত্যু থেকে জেগে ওঠে ফুরোনো বিশ্বাস
ফেলে আসা নয়ের দশক।
হিম আর কুয়াশায় ভিজে ওঠা ভোরবেলা জুড়ে
আচ্ছন্ন-আলোর বুকে এক
ব্যক্তিগত ভাষাবাড়ি নিঃশব্দ দাঁড়ায়
রাংচিতা বেড়ার বাইরে ধূধূ মাঠ, ঠিক মাঠও নয়
দেশ আর মগ্ন-পদাবলি…
*ছবি সৌজন্য: facebook
জনপ্রিয় কবি ও গদ্যকার। ধুলোখেলা গ্রন্থের জন্য পেয়েছেন বাসুদেব দেব সংসদ সম্মান ২০১৪। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ওড়ে চিঠি তোমার শহরে, ধ্যান আর ধুলোর ভাস্কর্য, ভালোবাসা, ভালো, হে বিষাদ, ছুঁয়ে থেকো, মেহগিনি মেমরিজ।