Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

কবিতাগুচ্ছ

মলয় গোস্বামী

ফেব্রুয়ারি ১, ২০২১

Series of poetry by Malay Goswami
Bookmark (0)
Please login to bookmark Close

মাথার ওপরে 

কে যেন একটা টাকা মাথার ওপরে রেখে
বাইরে চলে গেল

ভুবন তখন কিছুটা আবছা অন্ধকারে
বিনবিন করছে কুয়াশা 

গত রাতে মনে মনে বলেছিলাম, কাল খুব ভোরে উঠব
ভোরে উঠে জল দেব চারাগুলিতে

কিন্তু এখন দেখছি, কে যেন একটা টাকা
আমার ওপরে রেখে চলে গেল

আমি আর মাথা উঁচু করতে পারি না
বাইরে কী হচ্ছে তা-ও জানি না কিছুই

 

চমনবাহার

অনেক বছর পরে, তার সঙ্গে দেখা হল
অন্তুদা-র বাড়ি।
আগের সেসব কথা, বৃষ্টিতে শোওয়ার কথা
মনে আছে তার? 

কী ভেবে চমকে উঠে, চুপ করে তাকিয়ে থেকেছি
সে তো নীচে, মেঝেতেই,
হাতে তার পান আর চমনবাহার। 

সেই চোখ, কিছুটা ধূসরলীন, অবরোধ
মাথা তুলে আছে।
সেই তিল বসে আছে থুতনির কাছে।
তার মেয়ে পাশে-বসা। হাতে সেলফোন। 

এতদিন পরে দেখা! শুধু ভাবি— তাকাবে কখন! 

 

পোঁটলা 

একটা ছোট্ট কৌটোর মতন পোঁটলা মাথায় নিয়ে
একজন লোক হেঁটে চলেছে… 

তার পিঠে দুর্দমনীয় ঘাম আর মুখে
ঘাম

কী আছে ওই পোঁটলায়? কী এমন জিনিস?
বাড়ি গেলে ছেলেমেয়েরা হাত দিতে গেলে
লোকটি সরিয়ে নেয় পোঁটলাটি

হাঁটতে হাঁটতে লোকটির বয়স বেড়ে যায়, আর
ক্রমশ পোঁটলাটি ছোট্ট হতে থাকে

একদিন লোকটির পোঁটলাটি খুলে ফেলেছে সংসার
পোঁটলার ভিতর থেকে স্বপ্ন প্রজাপতি হয়ে উড়ে গেল…

লোকটি ফিরে এল না আর

 

যূথিকানগরে

যূথিকানগরে গিয়ে রাত্রিবেলা থমকে দাঁড়ালাম
এক বন্ধ দরজার সামনে
একটি নিস্তব্ধ ঘোড়া দাঁড়িয়ে রয়েছে পাশে।

দেখে ভয় পেলাম
এটা কি ট্রয়ের কোনও ঘোড়া?
যদি তার পেট থেকে বেরিয়ে পড়ে সব অস্ত্রধারী! 

আকাশ থেকে নক্ষত্রেরা ঝরাচ্ছিল তাদের সোনার আলো
নামছিল অচিন্ত্যনীয় রঙিন জরি
এই সময় তোমার দরজায় আমরা

ভয় নেই, আমরা কিচ্ছুই বলব না তোমাকে
শুধু নিস্তব্ধ ঘোড়াটিকে জাগাতে থাকি
দেখলাম— কেশর ধীরে ধীরে উড়তে থাকে হাওয়ায়

 

পাখির ভেতর 

আমার কবিতা থাকে পাখির ভেতর।
দুটো দানাপানি থাকে
কিনে-আনা অলসের দাঁড়ে।
তলার বাটির মধ্যে— দু’চামচ জল…
এখানে কবিতা কী যে পারে
কবি কেন বুঝতে পারে না?

যখন রাত্রি নামে… নিবিড় নীহার
আমি ভাবি, তারা এসে, দেখে চলে যাক
তার কবি, জগতের ওপার হতে, একজন কবি
কী কাজ করেছে দ্যাখো আজ?
সে যেন করেছে শুধু কবিতার অনুক্ত আওয়াজ। 

তবু কবি, মাঝেমাঝে সে-আওয়াজ পেত

কবির কবিতা থাকে পাখির ভেতর।

মলয় গোস্বামী সীমান্তশহর বনগাঁর বাসিন্দা। বাবা মণীন্দ্রনাথ গোস্বামী, মা উমা গোস্বামী দু’জনেই লিখতেন। আবৃত্তি, অভিনয়, নাট্য পরিচালনা, ছবি আঁকায় পারদর্শী। তাঁর গাওয়া রবীন্দ্রসঙ্গীত যে কোনও শ্রোতাকে মুগ্ধ করে দিতে পারে। প্রথম কবিতার বই ‘স্মৃতিতে সময়ে ছুড়ি অলৌকিক জাল’ (১৯৭৯)। অন্যান্য আরও কয়েকটি কাব্যগ্রন্থ: মন্দিরে প্রশ্নচিহ্ন, হাতছানি দেয় বংশীকানাই, ভেতর ভর্তি ময়লামাটি ইত্যাদি। ১৯৯৭ সালে পেয়েছেন শক্তি চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার। এছাড়াও শিস, প্রথম আলো ইত্যাদি সম্মান। নব্বইয়ের দশকে পূর্ণিমা গোস্বামী নামেও কবিতা লিখেছেন।

Picture of মলয় গোস্বামী

মলয় গোস্বামী

মলয় গোস্বামী সীমান্তশহর বনগাঁর বাসিন্দা। বাবা মণীন্দ্রনাথ গোস্বামী, মা উমা গোস্বামী দু’জনেই লিখতেন। আবৃত্তি, অভিনয়, নাট্য পরিচালনা, ছবি আঁকায় পারদর্শী। তাঁর গাওয়া রবীন্দ্রসঙ্গীত যে কোনও শ্রোতাকে মুগ্ধ করে দিতে পারে। প্রথম কবিতার বই ‘স্মৃতিতে সময়ে ছুড়ি অলৌকিক জাল’ (১৯৭৯)। অন্যান্য আরও কয়েকটি কাব্যগ্রন্থ: মন্দিরে প্রশ্নচিহ্ন, হাতছানি দেয় বংশীকানাই, ভেতর ভর্তি ময়লামাটি ইত্যাদি। ১৯৯৭ সালে পেয়েছেন শক্তি চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার। এছাড়াও শিস, প্রথম আলো ইত্যাদি সম্মান। নব্বইয়ের দশকে পূর্ণিমা গোস্বামী নামেও কবিতা লিখেছেন।
Picture of মলয় গোস্বামী

মলয় গোস্বামী

মলয় গোস্বামী সীমান্তশহর বনগাঁর বাসিন্দা। বাবা মণীন্দ্রনাথ গোস্বামী, মা উমা গোস্বামী দু’জনেই লিখতেন। আবৃত্তি, অভিনয়, নাট্য পরিচালনা, ছবি আঁকায় পারদর্শী। তাঁর গাওয়া রবীন্দ্রসঙ্গীত যে কোনও শ্রোতাকে মুগ্ধ করে দিতে পারে। প্রথম কবিতার বই ‘স্মৃতিতে সময়ে ছুড়ি অলৌকিক জাল’ (১৯৭৯)। অন্যান্য আরও কয়েকটি কাব্যগ্রন্থ: মন্দিরে প্রশ্নচিহ্ন, হাতছানি দেয় বংশীকানাই, ভেতর ভর্তি ময়লামাটি ইত্যাদি। ১৯৯৭ সালে পেয়েছেন শক্তি চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার। এছাড়াও শিস, প্রথম আলো ইত্যাদি সম্মান। নব্বইয়ের দশকে পূর্ণিমা গোস্বামী নামেও কবিতা লিখেছেন।

One Response

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Newsletter

কথাসাহিত্য

সংস্কৃতি

আহার

বিহার

কলমকারী

ফোটো স্টোরি

উপন্যাস