বৃষ্টিস্নাত আকাশে পাল তুলেছে পেঁজা তুলোর মতো মেঘ। বয়ে এনেছে মায়ের আগমনবার্তা। মাঠে দল বেঁধে মাথা তুলেছে কাশের বন। ভোর হতেই শিউলির গন্ধ জানান দিচ্ছে শরত এসেছে। শরতের কাশ ফুলের ছবি থার্ড আই-এর অতনু পালের ক্যামেরায় –
বিশিষ্ট চিত্রগ্রাহক অতনু পাল 'থার্ড আই ফটোগ্রাফি'-র কর্ণধার
One Response
Khub bhalo laglo