শহর ছোঁয়নি কোনও রক্তের লাল রঙ
দু’হাতে রাখেনি হোমের কোনও আগুন…
সময় সরণির কোথাও শোনা যায়নি
নীরব শব্দের স্রোত।
#
যে পথ হেঁটে গেছে আমার সঙ্গে,
হেঁটেছে সমগ্র আমার প্রশ্বাস বেয়ে
ক্রমশ কুয়াশার রং চিনে,
চোখে চোখ রাখা আরশি জেনেছে
পাখির ডানায় জমেছে যে মেঘ
সেই ঠিকানায় বাতাসের গায়ে লিখি
শুশ্রূষার জমানো ওম।
#
শহরে ছোঁয়নি আজও, কোনও রক্তের লাল রঙ
দু’হাতে রাখেনি হোমের কোনও আগুন…
রেখেছে শুধুই গুচ্ছ গুচ্ছ মোমবাতিদের শব!
মেখলা সেন বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ে 'ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন' এ এম.এস.সি পাঠরতা। মূলত বিভিন্ন ছোটো পত্রিকায় কবিতা প্রকাশিত।