বইয়ের কথা: পান্তীর মাঠ
এই সেই পান্তীর মাঠ, এই সেই শিবনারায়ণ দাসের গলি, যাকে ঘিরে আবর্তিত হচ্ছে সমগ্র কাহিনিপট। তাই পান্তীর মাঠ, শিবনারায়ণ দাসের গলি তো শুধু কোনও ভৌগোলিক নাম নয়, তা ভূগোলকে ছাপিয়ে ইতিহাসের অংশ, কখনও নিজেও ইতিহাস। … পাঠপ্রতিক্রিয়া লিখলেন ঈশা দাশগুপ্ত।