রবীন্দ্রনাথ ও অ্যান্ড্রুজ় – অন্তরঙ্গতার আখ্যান
রবীন্দ্রনাথ তাঁর জীবনে যে সকল সম্পর্ককে অত্যন্ত বেশিরকম মান্যতা দিয়েছেন, তার মধ্যে একটি চার্লস অ্যান্ড্রুজ়ের সঙ্গে তাঁর সখ্য। বই উৎসর্গ থেকে দীর্ঘ সফরসঙ্গী করা– নানাভাবেই কবি বুঝিয়ে দিয়েছিলেন অ্যান্ড্রুজ় তাঁর কতখানি ঘনিষ্ঠ। লিখলেন পীতম সেনগুপ্ত।