রহস্যময় ময়দান – একটি গোপন সম্পদ
“ময়দান” – নামটি কলকাতাবাসীর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেে। কলকাতার বাইরে বসবাসকারী অনেকেই কম বেশী এই নামটি শুনেছেন। দৈনন্দিন জীবনের ব্যস্ততার মাঝে ভিক্টোরিয়া থেকে ফোর্ট উইলিয়াম অবধি বিস্তৃত এই সবুজ গালিচা যেন কলকাতার হৃৎপিণ্ডসম। শীত, গ্রীষ্ম, বর্ষা বছরের বিভিন্ন ঋতুতে এই ময়দান এক একরকম মোহময়ী রূপ পরিধানে সিদ্ধহস্ত যেন।সেই মায়দানেরি শীতকালীন ভোরের ছবি তুলেছেন শান্তনু দে, পেশায় একাউন্টট্যান্ট।একটি বহুজাতিক সংস্থার সাথে বিগত ১৬ বছর ধরে যুক্ত। নেশা স্ট্রিট ফোটোগ্রাফি।