সমস্ত বসন্ত ভুলে
হেসে ওঠে শীতের পলাশ,
ঝড় বুকে হেঁটে চলা
আমাদেরও পুরনো অভ্যাস।
চিরাগের বুকে জ্বলে প্রেম। আলো তার ভাষা।
একসাথে আমাদেরও
তাই ঘুরে দাঁড়ানো প্রত্যাশা।
খুঁজো না কারণ কোনও
সন্ধ্যা-কাতর শীতলতায়।
যুক্তি যেটুকু থাকার,
জেনো তা আছে ভালবাসায়।
যত ভ্রম সবই সত্য
দেখো যা তোমার চারপাশে।
জড়াবে কতটা কাকে,
সে ইঙ্গিত থাকে না বাতাসে।
ভেবো না কে আছে, কেন আছে তোমার উঠোন ঘিরে।
চোখ রাখো দূরবিনে।
কুয়াশাও নিহত শিশিরে।
দেখো নিচু হয়ে আছে
এখন যেখানে যত ঢেউ।
জয়ের মাস্তুল ঘিরে
আর অতীতে ফিরো না কেউ।
এসো হাতে হাত ধরি।
ঘন হই আরও বেশি বেশি।
তোমরা যারা দিলদরিয়া-
সবাই আত্মীয়। প্রতিবেশী।
*ছবি সৌজন্য: Pixabay
উৎপল চক্রবর্তী ইংরেজি ভাষার শিক্ষক, অনুবাদক, প্রাবন্ধিক ও কবি। ২০১৭ সালে প্রথম দেশ পত্রিকায় ওঁর কবিতা প্রকাশিত হয়। সিগনেট থেকে প্রকাশিত কবির প্রথম কাব্যগ্রন্থের নাম 'উড়ন্ত ডলফিন' এবং শাম্ভবী থেকে প্রকাশিত প্রথম অনুবাদ গ্রন্থ, 'দ্যা মার্ক'। কলকাতার নবোদয় পাব্লিকেশন থেকে বিদ্যালয় ও মহাবিদ্যালয় স্তরে ইংরেজি ভাষায় প্রকাশিত হয়েছে ওঁর দশটিরও বেশি বই।
One Response
প্রত্যাশা ও ভবিষ্যতের উপাখ্যান । বেশ ভালো লাগলো কবিতাটি পড়ে। আরও পড়ার অপেক্ষায় রইলাম ।