ভ্রমণ বিষয়ক লেখা / শ্রীজাত

শার্সিতে তার ঝাপটায় অভিমান
দুপুর, তাতে খিদে পাওয়ার রং
বৃষ্টিধোয়ায় ঝাপসানো এক সীমা…
রেলিং তাতে স্বপ্নে দেখা জং
বয়েস কেবল লুকনো বর্ষতি
স্যান্ডউইচে নিঝুম সেলোফেন
মেঘে কামড়, নিকিয়ে সস চাটি
টেবিল, তাতে দুপুরবাঁধা চেন
দুরে কোথাও জাহাজ থামার ডক
জল পেরনো খামার তারও দুরে
ভবঘুরের মুখোশে তার শখ
রুটিন / বিনায়ক বন্দ্যোপাধ্যায়

গ্রাম দিয়ে ঘেরা শহরকে, আর
চোখ দিয়ে ছেড়া দৃশ্য
ভিখিরিকে করো নিঃস্ব
কৃষ্ণচূড়াকে সাদা করে দাও
কাড়ো অন্ধের যষ্টি
নকশি কাঁথায় একটা নকশা
তোলো তো পষ্টাপষ্টি
মুখেভাতে কেউ ছড়া চায় যদি
লিখে দিও এপিটাফ
পুণ্যের গাছ আলো করে আছে
আবহমান পাপ
ঠোঁট দিয়ে প্রাণপণ চাপো ঠোঁট
জিভ দিয়ে টানো জিভ
দ্যাখো, আদমের পীঁজর ফাটিয়ে
বেরিয়ে আসছে ইভ
বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।
4 Responses
শ্রীজাত এবং বিনায়ক বাবু দুজনই বর্তমান বাংলার সেরার সেরা কবি। সেটা এখানেও প্রমাণিত।
ভালো লাগলো দুই কবির কবিতা।
সত্তিই দারুন লাগলো কবিতা দুটি পোরে ।।
Nice poem. I love this.