American Spring
Awakening
Sunshine hammers on the old slanted roofs,
Melting their ice into teardrops,
When nightingales try to imitate,
The song of falling in love.
(Inspired by Jorge Luis Borges)
March, 16th, 2023
এক বছর পরে কলকাতায়
আঁচলবাঁধা চাবির গোছা,
কয়েদখানা চন্দ্রলোকে।
শব শুয়েছে জ্যোৎস্নাধারার,
নরম কাঁথায় অঙ্গ ঢেকে।
অতএব,
তোমার সাথে মিথ্যা কথা,
বৃথাই যাওয়া সমুদ্দুর।
তোমার সাথে রং মেলানো,
তাসের দেশে অনিচ্ছুক।
হয়ত একদিন
Objects of unknown desire
There are small lies and big ones,
When the next tulip blooms, a rabbit will devour it again.
What blooms inside me, forever dies,
For the greater, wider good
(Inspired by Jeffry Eugenides)
April 1st 2024
কৌশিক সেন পেশায় ডাক্তার, নেশায় লেখক। তিনি সেই প্রজন্মের লোক যাঁরা টাইপরাইটার এবং আকাশবাণী থেকে শুরু করে, ইন্টারনেটের শৈশব, যৌবন দেখে ইদানীং সোশ্যাল মিডিয়ার মহাসমুদ্রে হাবুডুবু খাচ্ছেন। কলকাতা ন্যাশন্যাল মেডিক্যাল কলেজ থেকে এম-বি-বি-এস, তৎকালীন পি জি হাসপাতাল থেকে এম-ডি, তারপর অনেক মুসাফিরি, অনেক বিনিদ্র রাতের গল্প শেষ করে অবশেষে থিতু হয়েছেন আমেরিকার র্যালে শহরে। এই সফরের বিচিত্র সব আনন্দ-বেদনার অভিজ্ঞতা থেকেই প্রথমে ছোটোগল্প ও কবিতা, তারপর একে একে সাতটি উপন্যাস। অধিকাংশই প্রকাশিত হয়েছে দেশ, সানন্দা এবং আনন্দ পাবলশার্সের নানান পূজাবার্ষিকীতে, তার সঙ্গে রয়েছে প্রতিভাস প্রকাশনীর পত্রিকা নতুন কৃত্তিবাস এবং পরবাস আন্তর্জাল পত্রিকায় নিয়মিত উপস্থিতি। কৌশিক সেনের লেখায় প্রধানতঃ এক প্রবাসী চিকিৎসক জীবনের প্রেক্ষিত এবং অনুপুঙ্খ ফুটে ওঠে। গ্রন্থাকারে প্রকাশিত বইয়ের সংখ্যা মাত্র দশ কিন্তু লেখা শেষ হয়নি, এই যুগের অনেক গল্প এখনও তাঁর ঝুলিতে।