














(Vel Vel Festival) “ভেল ভেল উৎসব” মূলত তামিল দেবতা মুরুগানের প্রতি ভক্তির উৎসব, যিনি যুদ্ধ ও শক্তির দেবতা হিসাবে পূজিত হন। ভগবান মুরুগান কার্তিক, স্কন্দ এবং সুব্রহ্মণ্য নামেও পরিচিত। শ্রীলঙ্কা, তামিলনাড়ুর পাশাপাশি পশ্চিমবঙ্গের ব্যান্ডেলে সোৎসাহে পালিত হয় এই উৎসব।
মুরুগানের প্রধান প্রতীক হল ভেল বা বর্শা, যার অর্থ শুদ্ধতা ও আত্মনিবেদন। উৎসবে উপস্থিত ভক্তরা গভীর বিশ্বাস ও কঠোরতার মাধ্যমে ধারাবাহিকভাবে আচার-অনুষ্ঠান পালন করে।
সজ্জিত রথচালনার মাধ্যমে ভক্তদের এক বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। এটি শুরু হয় পুকুরে স্নানের মাধ্যমে, যা পবিত্রতার প্রতীক। অংশগ্রহণকারীরা “ভেল ভেল” এর ভক্তিমূলক মন্ত্রের প্রতিধ্বনি করতে করতে এগিয়ে চলে। এরপর, ধাতব বর্শা দিয়ে দেহ, জিহ্বা, গাল বা পিঠে বিদ্ধ করে তপস্যা এবং ভক্তি প্রকাশ করে।
উৎসবের সবচেয়ে আকর্ষণীয় আচার হলো আগুনের মধ্য দিয়ে খালি পায়ে দৌড়ানো। অর্থাৎ, শরীর ও আত্মার আধ্যাত্মিক শুদ্ধি হয়। এই অনুষ্ঠানের মাধ্যমেই সমাবেশটি শেষ হয়। (Vel Vel Festival)
ছবি তুলতে ভালোবাসেন।