নিম্নচাপ! নিম্নচাপ! নিম্নচাপ!
শহরজুড়ে পাঁচদিন ধরে বৃষ্টি আর বৃষ্টি। সীমাহীন, বিরামহীন, অনিঃশেষ।
ফলে গ্রামশহর সাগরে পরিণত। পাতিপুকুর আর পুকুর নেই। মহাসাগর হয়ে বাস ডুবিয়ে ছেড়েছে। হাওড়া থেকে হরিনাভি, বেহালা থেকে বাগবাজার, জলের তলায়। করোনা-আতঙ্ক ভুলে ‘জলাতঙ্কে’ ভুগছেন কলকাতাবাসী। জল নামবে কবে? শহর শুকোবে কবে? প্রশ্নগুলো সহজ হলেও উত্তর অজানা।
অভিষেক পেশায় সফটঅয়্যার ইঞ্জিনিয়ার। খুব ছোটবেলা থেকেই কার্টুন-প্রেম। সেই ভালোবাসার টানেই প্রিয় কার্টুনিস্টদের আঁকা খবরের কাগজ থেকে কেটে নকল করতেন। এইভাবেই নিজের ইচ্ছে, উৎসাহ আর অনুসন্ধিৎসা সঙ্গী করেই কার্টুন আঁকা শেখা। ২০১৫ সাল থেকে কলকাতার কার্টুনদলের একনিষ্ঠ সদস্য।