ভাবছি মেয়েটির পাশে দাঁড়াবো, কাঁধে হাত রেখে,
রাত্রিবাসের পক্ষে সে নাকি উপযুক্ত নয়, বারবার ওঠে, জল খায়
দিনযাপনের জন্যেও তাকে কেউ বেছে নেয়নি
চালপড়া, তুকতাক ভালো জানা আছে লোকে বলে
উটকপালি মেয়েটি ঘোলা গঙ্গাজলে মিশে যেতে চেয়ে ঘাটে
উঁকি দেয় যখন, অমাবস্যার মতো রঙ দেখে ডোমেরা বিরক্ত করেছিল খুব
একা থাকে। যতবার কাছে গেছি আয়না ভেঙেছে
পদার্থবিদ্যার স্নাতক চৈতালির প্রথম প্রেম সাহিত্য। আশির দশক থেকেই বাংলা কবিতার জগতে পরিচিত নাম। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে অন্যতম বিজ্ঞাপনের মেয়ে, বিষাক্ত রেস্তোরাঁ, দেবীপক্ষে লেখা কবিতা ইত্যাদি। পেয়েছেন বিষ্ণু দে পুরস্কার, শক্তি চট্টোপাধ্যায় পুরস্কার, মীরাবাই পুরস্কার-সহ একাধিক সম্মান।