আমার প্রতিটা থাকা না-থাকার বিন্দুবিসর্গ জানে যে,
তাকে বলিনি, থেকে যাও।
শব্দে কুলোয়নি বলে নয়,
আমাকে সে চিনেছে রাশি-রাশি-কথাহীন।
সেইসব সুখের অছিলায়
একা একা জেগে আছে আমাদের বুক।
অথচ একথা বলতে পারি না
আর একটু ভেঙে যেতে চাই,
আমিও অভ্যেস বদলাতে পারি,
আমিও নির্মম হতে পারি
তার চোখের আলো যদি এসে পড়ে মুখে,
প্রতিটা একা থাকা বুক জানে
মৃত্যু এর চেয়ে সহজ।
আমার প্রতিটা কাজে ঘুরেফিরে আসে যেই সংসর্গ শ্লোক,
তা যেন লিখতে পারি একবার
অর্থহীন এইসব সুখে
অন্তহীন এইসব সুখে।
বিদিশার জন্ম নদীয়ার হরিণঘাটায়। হরিণঘাটা মহাবিদ্যালয় থেকে স্নাতক হয়ে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর পড়াশোনা করছেন।