প্রাচীনার ঘোরাফেরা
ছোট্ট নতুন সংসারে।
চারদিকে রঙের বাহারে
ঢেউ ওঠানামা করে,
নবীন উষ্ণ মানব-মানবী
সারাদিন আপিসে কাটায়।
নিজের নিজের তরঙ্গে চলার অভ্যাস
কাছাকাছি হওয়ারও বাসনা
পরস্পর অসমান তরঙ্গদৈর্ঘ্যে
কাছে আসা, দূরে যাওয়া
কারওরই স্ববশে নয়।
তবু দোষারোপে, অপরাধ স্বীকারে
ডুবজলে কাছে যেতে হয়
দম থাকে যতক্ষণ,
আবারও ভাসতে হবে
দোলায় দোলায় শক্ত হাত-ধরাধরি
চেষ্টা নিরন্তর
নিয়ে যাবে দূর থেকে দূরে।
প্রাচীনার জল ঝিরিঝিরি বয়
নদীর মতন পলি জমে চড়া পড়ে
চার পাশে অগণিত ধারায়
অস্থিরতা, প্রশান্তি দুইই খেলা করে
সাগরে মিলতে হবে বলে।
পদার্থবিদ্যার স্নাতক নীলা পেশায় ছবি আঁকিয়ে। জলরং এবং অ্যাক্রিলিকে স্বচ্ছন্দ। কবিতা লেখেন নিছকই শখে, একাকিত্বের অবকাশ যাপনে। ভালোবাসেন চুপটি করে বসে বসে ভাবতে আর আধ্যাত্মচিন্তার বই পড়তে। তবে হিমালয়ে ট্রেকিং এবং জঙ্গল ভ্রমণও খুব পছন্দের।
One Response
Excellent . Worth reading several times