তাহলে উদ্দেশ্য কিছু নেই
এমনিই ঘুরতে আসা এ পাতা ও পাতা,
একাই চায়ের জল
একা একা আওড়ানো লাইন–
আর এই দাগ দিচ্ছি, এইসময় গত এপ্রিলে
হঠাৎ ভোরের গাড়ি, হাইওয়ে!
অচেনা ধাবার নাম…আপনি শুনেছেন?
কে কাকে পাগল করল, কে কার মনের কাছে ঋণী
এই নিয়ে দাগ দেওয়া এযাবৎ জীবন
খুঁজে ও সাজিয়ে রাখছি পাতা মুড়ে মুড়ে!
ও মধুর ও মধুর! দেখে দিন বিনোদিনিগাথা!
কখন আসছেন আপনি? সন্ধ্যানামা লেখার টেবিলে?
পেশায় শিক্ষিকা কস্তুরী নতুন প্রজন্মের কবিদের মধ্য়ে যথেষ্ট সাড়া ফেলেছেন। ওঁর প্রকাশিত কবিতার বই 'নাম নিচ্ছি মাস্টারমশাই' এবং 'ধীরে, বলো অকস্মাৎ'।