আমাদের আমাদের
বর্জন! কাহিনিযোগ্য, ভাল
মাঝে মাঝে অকথন তাপে
ফুটে ওঠে নতুন আশ্চর্য সব ফুল
বিস্ময়ে জর্জে জাগে প্রাণ!
আমারও তো বাকি ছিল গান
যা তুমি লেখোনি
তাই লিখব বলে জ্বেলে দেওয়া আলো…
ফর গডস সেক
সামান্য দু এক শব্দ,
‘মিথ্যেবাদী!’
‘বোঝা যাচ্ছে!’…
সামান্যই নীল বাক্য, লাল বাক্যে শেষ!
আকাশ পাতাল মাটি কী দারুণ তছনছ তাতে!
ঈশ্বর আমার মুগ্ধ,
অভিভূত,
মৌন দুই হাতে!
পেশায় শিক্ষিকা কস্তুরী নতুন প্রজন্মের কবিদের মধ্য়ে যথেষ্ট সাড়া ফেলেছেন। ওঁর প্রকাশিত কবিতার বই 'নাম নিচ্ছি মাস্টারমশাই' এবং 'ধীরে, বলো অকস্মাৎ'।