আমার নাম তানিশা। আমি একটা মাটির বাড়ি এঁকেছি। আমি অবশ্য মাটির বাড়িতে থাকি না। কিন্তু আমার মাটির বাড়ি খুব ভালো লাগে। আমি বেড়াতে গিয়ে মাটির বাড়ি দেখেছি।
আমার মাটির বাড়ির সামনেও অনেক মাটি। তাই খয়েরি রং দিয়েছি। আর তার সামনে গাছ। এই জায়গাটা খুব সুন্দর। দূরে দুটো বড় বড় পাহাড়। আর তার মাঝখান দিয়ে সূর্য উঠছে। আকাশটা নীল রঙের। সেখানে ছোট্ট ছোট্ট পাখি উড়ছে। পাখিগুলো তো অনেক দূরে তাই সব কালো রঙের দেখাচ্ছে।
পাহাড়ের সামনে একটা নদী। তাতে একটা গোলাপি নৌকো চালাচ্ছে একটা ছেলে। ও কিন্তু মাছ ধরছে। ওর চোখ জলের দিকে। ও মাছ খুঁজে খুঁজে এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যাচ্ছে।
*তানিশার বক্তব্য়ের উপর ভিত্তি করে লিখেছেন পল্লবী মজুমদার
তানিশা সরকার প্র্যাট মেমোরিয়াল স্কুলের ক্লাস টুয়ে পড়ে। গল্প বলতে, ছবি আঁকতে আর টেনিস খেলতে খুব ভালোবাসে। আর ভালোবাসে মিটিমিটি হেসে, গালে টোল ফেলে মায়ের হাতের চিকেন চাপ খেতে। তার সবচেয়ে আদরের, আবার সবচেয়ে ঝগড়ার মানুষ, তার দিদি।
One Response
তানিশা, তোমার সুন্দর ছবিটা দেখে একটা কথা মনে হল। তোমার মাছ ধরা বন্ধুকে বলবে আমার জন্য একটা নীল মাছ ধরতে?