মোহর পড়ে না আর চিঠিদের গায়ে।
কতকাল পিয়োনও আসে না
                           দুপুর কাঁপিয়ে।
অঘ্রানের রাত্রি হয়ে থেমে যাবে আমাদের কথা?
সরল রোদের ডিঙি ভেসে যায় জলে
ঘুমন্ত ধানের গায়ে রেখে যায় প্রজাপতি নবান্ন-সংবাদ…
ইদানীং এ-রকম দৃশ্যের ভিতর
নেশাতুর হয়ে আছে দেশ আর তাবৎ জনতা।
আসলে এখন আর কারও কোনো অভিযোগ নেই
            যেন কোনও রক্তপাত নেই
            খিদে নেই, ক্ষত নেই কারও!
মিছিলে ফুরিয়ে গেছে পতাকার উজ্জ্বল মহিমা
মৃত এ-জীবন জড়তার দেশে
সব কিছু স্বাভাবিক, শুধু
                  মুখ-খোলা ট্যাপ থেকে পথের বিজনে
                   জল পড়ে অনর্থক, একা।
জনপ্রিয় কবি ও গদ্যকার। ধুলোখেলা গ্রন্থের জন্য পেয়েছেন বাসুদেব দেব সংসদ সম্মান ২০১৪। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ওড়ে চিঠি তোমার শহরে, ধ্যান আর ধুলোর ভাস্কর্য, ভালোবাসা, ভালো, হে বিষাদ, ছুঁয়ে থেকো, মেহগিনি মেমরিজ।
 
								 
								 
								 
											 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								
One Response
খুব সুন্দর লিখেছেন। অনর্থকতা আজ পৃথিবী খোলা মাটি গায়ে একলা