ফাঁদ
একটি প্রত্যাখ্যান থেকে
আরেকটি প্রত্যাখ্যানের দিকে যাবার
পথের দুপাশে, ভালোবাসা
ফুটে রয়েছে সাদরে
ভেনাস ফ্লাই ট্র্যাপের মতো।
নষ্টনীড়
হঠাৎই কী মনে হয় সবই আগের মতো আজ
সাদা ক্যানভাসে যেন লাগেনি ভুলের কোনও দাগ
পাখি আজও ঘরে ফেরে, সন্ধ্যায় পাটভাঙা চাঁদ
ব্রডব্যাণ্ডের তারে আহ্লাদী ফানুসের মতো
রাত শেষ করে ভোর লাফানো ঘোড়ায় চড়ে আসে…
অবেলার ঘুম ফেলে কাঁচের স্বপ্ন নিভে গেল।
ক্যানভাস সাদা, ঠিক ভেঙে দেওয়া শাঁখার মতন
পাখি কবে ঝরে গেছে; কাকে ঠুকরানো, জংধরা
এঁটো চাঁদ ফাঁস নিলো দেবদারু গাছের শাখায়
হলুদ আলোর মোড় ফিরে আর দু’পা হাঁটলেই
ভাঙা সাঁকো, চোরাবালি, ফেলে আসা স্মৃতিদের ভ্রূণ।
এখন লাটাই ফেলে, ছেঁড়া ঘুড়ি ছেড়ে দেওয়া ভালো
যেমন স্বাধীনভাবে ডুবে যায় কাগজের ডিঙি
ভালোবাসা আসলে গুজব, যাকে কেউ কখনও দ্যাখেনি।
কলকাতা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে গবেষণা করছেন। অনর্থনীতির উপাসক। নিবাস কোন্নগর। হাজরাতে দোল খেলার সুযোগ ঘটেনি, তবে পাঁজরাতে চোরা মফস্বল পুষে রাখার বদভ্যাস আছে। কবিতা ও কুকুরের সঙ্গে কোন নগরে সময় কাটান তা কেউ জানে না। প্রকাশিত কাব্যগ্রন্থ 'ভাঙা বিকেলের টুকরো'।