বিশিষ্ট মনোবিদ, চলচ্চিত্র পরিচালক, নাট্যকার ও কবি ড: অমিত রঞ্জন বিশ্বাসের স্বরচিত নির্বাচিত বাংলা কবিতার অডিও ভিসুয়াল সিরিজ “ডুবকথার পাঁচালী”। আজকের কবিতা – আকাশী নৌকো
আবহ : শ্রেয়সা সেনগুপ্ত | অঙ্কণ : রাজেন্দ্রানী । এডিটিং : সৌরভ পাত্র
ডঃ অমিতরঞ্জন বিশ্বাসের জন্ম, বেড়ে ওঠা কলকাতায়। ১৯৯৭ সাল থেকে লন্ডনের বাসিন্দা। পেশায় চাইল্ড নিউরো সায়কায়াট্রিস্ট এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। কিন্তু প্রবাসযাপন বিচ্ছিন্ন করতে পারেনি শেকড়ের টান। ছেলেবেলা থেকেই নিয়মিত বাংলা নাটক, নাচ, সিনেমা, সাহিত্যের সঙ্গে বসবাস। হোমাপাখি নাটকের রচয়িতা যার মঞ্চায়ন করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় স্বয়ং। সৌমিত্রর সঙ্গে তৈরি করেছেন 'ব্রিজ' নামে চলচ্চিত্র যা একাধিক আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত। প্রকাশিত হয়েছে দুটি কবিতার বই।